কবিরহাটে নির্যাতিতার পাশে মওদুদ

নোয়াখালী প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০১৯, ১৯:১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় নোয়াখালীর সুবর্ণচর ও কবিরহাটে গৃহবধূ গণধর্ষনের ঘটনাগুলো একই সূত্রে গাথা। প্রতিটি ঘটনায় সরকার দলের নেতাকর্মীরা জড়িত। যা দেশের জন্য মঙ্গলজনক নয়। এসব ঘটনা সরকারি দলের দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই না।

শুক্রবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কবিরহাটের নির্যাতিতা সেই নারীকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ধর্ষিতাকে আর্থিক সহযোগিতাও করেন মওদুদ।

নির্যাতিতার মেডিকেল রিপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করে মওদুদ বলেন, ‘যেখানে মামলার প্রধান আসামি ১৬৪ ধারায় ধর্ষণের কথা স্বীকার করে তিনিসহ আরো কয়েকজনের ধর্ষণের কথা বলেছেন, সেখানে ডাক্তারি রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, এটা খুবই দুঃখজনক। আমরা চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত নির্যাতিতাকে আইনগত সমর্থন দিয়ে যাবো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নীলনকশা অনুযায়ী নির্বাচন হয়েছিল। কোনো ভোটার ভোট দিতে পারেননি। আমার নিজের আসনের ৫০টি ভোটকেন্দ্রে আগের দিন রাত ১১টার পরে ভোট গ্রহণ হয়ে গিয়েছিল। প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাসহ সবাই মিলে ভোট দিতে স্থানীয় লোকজন দেখেছেন।’

‘নির্বাচন পূর্ববর্তী মিথ্যা মামলায় এখনো আমাদের অনেক নেতাকর্মী কারাগারে ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন আমরা তাদের সুরক্ষায় কাজ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, হুমায়ন কবির পলাশ, রবিউল হাসান পলাশ, আহম্মদ আজমসহ জেলা বিএনপির নেতারা।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :