যশোরে মদপানে নিহত ১

যশোর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১২

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৌতম শীল (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার দুপুরে মদপান করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত গৌতম শহরের বেজপাড়া আনছার ক্যাম্প এলাকার অজিত শীলের ছেলে৷ তিনি ওই এলাকার তপন দাশের বাড়িতে ভাড়ায় থেকে বসবাস করে আসছিলেন।

নিহত গৌতম শীলের ছেলে উজ্জাল শীল ঢাকাঢাইমসকে বলেন, আমার বাবা গৌতম শীল প্রতি দিন মদপান করেন। গত কয়েক দিন ধরে তিনি প্রচুর পরিমানে মদপান করে আসছিলেন। অতিরিক্ত মদপানের কারণে শনিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

জানতে চাইলে ওই হাসপাতালের মেডিসিন বিভাগের ইন্টার্ন চিকিৎসক আলামিন বলেন, জরুরি বিভাগ থেকে তাকে অ্যালকোহল জাতীয় কিছু খাওয়ানোর কারণে তাকে ভর্তি করে মেডিসিন বিভাগে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ( এসআই) নুরুন্নবী বলেন, এই মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে৷ পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রবিবার সকালে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :