অধিবেশনে যোগ দিলেন নারী সাংসদরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৮ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৭
নারী সাংসদদের শপথ পড়াচ্ছেন স্পিকার (ফাইল ছবি)

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা রবিবার সংসদ কার্যক্রমে অংশ নিয়েছেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদে এ বিষয়টি অবহিত করে সংরক্ষিত আসনের সদস্যদের অভিনন্দন জানান।

এর আগে গত বুধবার স্পিকার জাতীয় সংসদের শপথ কক্ষে সংরক্ষিত মহিলা আসনে ৪৯ জনকে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান। ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত মহিলা আসনের ৪৯ জন সংসদ সদস্যকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিনই ইসি সচিবালয়ের যুগ্ম সচিব ও সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে রিটার্নিং অফিসার আবুল কাসেম এর আগে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করেন।

সংরক্ষিত আসনের সদস্যদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন সংসদ সদস্য হলেন, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান শিলা, সুবর্ণা মুস্তফা, নাহিদ ইজহার খান, খাদিজাতুল আনোয়ার, ওয়াশিকা আয়েশা খানম, কানিজ ফাতেমা আহমেদ, খাগড়াছড়ি থেকে বাসন্তি চাকমা, আঞ্জুম সুলতানা, আরমা দত্ত, উম্মে ফাতেমা নাজমা বেগম, শামসুন্নাহার ভূঁইয়া, রুমানা আলী, সুলতানা নাদিরা, হোসনে আরা, হাবিবা রহমান খান, জাকিয়া পারভীন খানম, শেখ এ্যানী রহমান, অপরাজিতা হক, খন্দকার মমতা হেনা লাভলী, সুনামগঞ্জ থেকে শামীমা আক্তার খানম, ফজিলাতুন্নেছা, রাবেয়া আলী, তামান্না নুসরাত বুবলী, নার্গিস রহমান, মনিরা সুলতানা, খালেদা খানম, সৈয়দা রুবিনা মিরা, কানিজ সুলতানা, গ্লোরিয়া ঝর্ণা সরকার, জাকিয়া তাবাসসুম, ফরিদা খানম সাকী, ফরিদপুর থেকে রুশেমা বেগম, সৈয়দা রাশেদা বেগম, সৈয়দা জোহরা আলাউদ্দিন, আদিবা আনজুম মিতা, ফেরদৌসী ইসলাম জেসী, পারভীন হক শিকদার, খোদেজা নাসরীন আক্তার হোসেন, তাহমীনা বেগম, নাদিয়া ইয়াসমিন জলি ও রত্না আহমেদ।

জাতীয় পার্টির চার সদস্য হলেন, সালমা ইসলাম, রওশনারা মান্নান, নাজমা আক্তার ও মাসুদা এম রশিদ চৌধুরী।

ওয়ার্কার্স পার্টির লুৎফুন নেসা খান এবং স্বতন্ত্র হিসেবে জয়ী সেলিনা ইসলাম।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্বপদে ফিরেছেন মামুনুল হক, উজ্জীবিত হেফাজত নেতাকর্মীরা

দেশে পুরুষ বেকার বেড়েছে, কমেছে নারী বেকার

লোডশেডিং এখন শূন্যে নেমে এসেছে: নসরুল হামিদ

সর্বজনীন পেনশনে ‘না’ ঢাবি কর্মচারী ঐক্য পরিষদের

দেশি-বিদেশি টিভি চ্যানেল প্রদর্শন ও লাইসেন্সবিহীন কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু

রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ

গাছ কাটা ও লাগানো বিষয়ে নীতিমালা প্রণয়ন প্রশ্নে হাইকোর্টের রুল

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

আ.লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :