বরগুনায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিকের অংশগ্রহণে 'গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বরগুনা সার্কিট হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার ও বরগুনা পুলিশ সুপার মো. আব্দুস ছালাম।
(ঢাকা টাইমস/০৬মে/প্রতিনিধি/এসএ)
মন্তব্য করুন