ভালুকায় কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৪, ১৬:৩৮
অ- অ+

ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে রাঈদা কালেকশনস্ লিমিটেড কারখানার শ্রমিকেরা।

সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টার বাড়ি এলাকার মায়ের মসজিদের সামনে কারখানা শ্রমিকেরা প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে চারলেনের মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ ঈদ বোনাস কম দেয়, ছুটির টাকা দেয় না। এছাড়া প্রোডাকশনের রেটও কম দেয়। এ নিয়ে কেউ কিছু বললে চাকরি থেকে বের করে দেওয়া হয়। বিভিন্ন প্রকার হুমকি- দেওয়া হয়। এরই জেরে সোমবার সকালে শ্রমিকেরা কারখানা সংলগ্ন মহাসড়কে অবরোধ করেন। অবরোধ চলাকালে কারখানার ডিএমডি মাজহারুল ইসলামকে অপসারণের দাবি জানানো হয়।

শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, কারখানার কিছু শ্রমিক তাদের কিছু দাবি দাওয়া নিয়ে অসন্তুষ্ট ছিল। পরে তারা ফ্যাক্টরি সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে। আমরা বিষয়টি জানতে পেরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ এখানকার দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের সকলে এসেছি। তাদের বক্তব্য শুনেছি। বিষয়টি ফ্যাক্টরির কর্তৃপক্ষের উপস্থিতিতে শ্রমিকদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে চলাচল সচল হয়েছে।

তবে এই ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/০৬ মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় গরু চুরির হিড়িক, সর্বস্বান্ত হচ্ছেন কৃষক ও খামারিরা
সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষাশিল্প সচিবের সাক্ষাৎ
অবিরাম বৃষ্টিতে পটুয়াখালী পৌর এলাকায় জলাবদ্ধতা
‘মুজিবুল হক চুন্নুই জাতীয় পার্টির বৈধ মহাসচিব’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা