নাফ নদীর খাল থেকে বিপুল ইয়াবা উদ্ধার

টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৯, ১০:৫২

নাফ নদীর দমদমিয়া উমর খাল সীমান্ত থেকে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার রাত ১২টায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেবনাফস্থ-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কণের্ল আছাদুদ-জামান চৌধুরী জানান, ‘উমর খাল এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান খালাসের গোপন সংবাদ পাই। খালের পাশে অবস্থান নিই। কিছুক্ষণ পর মিয়ানমারের দিক থেকে একটি নৌকা নাফনদী পার হয়ে খালে আসার পথে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাশের বেত বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা।’

‘পরে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশী চালিয়ে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা। পাচারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে। এরপর তা ধ্বংস করা হবে।’

ঢাকাটাইমস/১১মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :