‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে সাধ্যমত প্রতিবাদ করবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৪:৫২ | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৯, ১৪:২০

নতুন করে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে জনগণ ও বিএনপি সেই সিদ্ধান্ত মানবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দাম বাড়ানো হলে বিএনপি সাধ্যমতো এর প্রতিবাদ করবে বলে জানান তিনি।

রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এর আগে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভা করেন তিনি।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মির্জা ফখরুল। এ সময় তাকে প্রশ্ন করা হয় গ্যাস ও বিদ্যুতের বাড়লে বিএনপি কী করবে। জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে বিএনপি সাধ্যমতো এর প্রতিবাদ করবে।’

দেশে গণতন্ত্র নেই দাবি করে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশে প্রায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র নেই। এ রকম একটি অবস্থায় আমরা স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও মানুষের অধিকার। কিন্তু দুর্ভাগ্য আজকে এমনদিনে আমরা স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি, যখন মানুষ গণতান্ত্রিক অধিকারহীন হয়ে পড়েছে। আজকে স্বাধীনতার নায়কের মিথ্যা মামলায় কারাবন্দী। হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ জেলে বন্দী। আজকে প্রায় এক লক্ষ মামলায় ২৬ লক্ষকে আসামি করা হয়েছে। যারা প্রতিদিন নির্যাতিত হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭মার্চ/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ: প্রিন্স

কাল্পনিক কাহিনি বানিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন: দুদিনে আ.লীগের ১৭টি মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পদ প্রাপ্তি নিয়ে নানা গুঞ্জন, প্রশ্ন

গরমে অতিষ্ঠ জনসাধারণের মাঝে জাপার পানি ও স্যালাইন বিতরণ

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর রোল মডেল, অভিযোগ রিজভীর

নেত্রীর জন্য জান নয়, সিদ্ধান্ত মানুন: দীপু মনি

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিএনপি, আ. লীগ করে চুরি: ইশরাক

লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :