ক্রাইস্টচার্চে হামলায় নিহত ফারুকের দাফন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১২:১৮ | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৯, ১১:৫৬

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি ওমর ফারুকের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিরাজউদ্দৌল্লাহ মাঠে জানাজা শেষে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় মরহুমের স্বজনরা ছাড়াও আশপাশের অনেক মানুষ অংশ নেয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওমর ফারুকের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। একই বিমানে জাকারিয়া ভূঁইয়ার মরদেহও ঢাকায় আনা হয়। সেখান থেকে ওমর ফারুকের পরিবারের লোকজন মরদেহ নিয়ে রাত দুটার দিকে বন্দর উপজেলায় নিজ বাড়িতে নিয়ে যান।

মরদেহ বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গেই কান্নার রোল পড়ে যায়। নিহতের পরিবারের কান্নায় আশপাশের লোকজনও কান্নায় ভেঙে পড়েন। সারারাত বাড়িতে মরদেহ রাখার পর সকাল সাড়ে ১০টায় বন্দর কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নির্বিচারে গুলি চালায় অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন টারেন্ট। এতে ৫০ জন নিহত হন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি। সেদিন মসজিদে নামাজ আদায় করতে গেলেও একটু দেরিতে যাওয়ায় বেঁচে যান নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে গত শুক্রবার সিলেটের হুসনে আরা আহমেদ ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে ক্রাইস্টচার্চে দাফন করা হয়। নিহত মোজাম্মেল হকের মরদেহ আজ বুধবার রাত ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আর ওমর ফারুক ও জাকারিয়া ভূঁইয়ার মরদেহও গতকাল দেশে আনা হয়।

নারায়ণগঞ্জের বন্দরের আবদুর রহমানের ছেলে ওমর ফারুক। তিন বোনের একমাত্র ভাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন ওমর ফারুক। সংসারে সচ্ছলতা আনতে প্রথমে গিয়েছিলেন সিঙ্গাপুর। সেখানে কয়েক বছর কাটানোর পর দেশে এসে নিউজিল্যান্ডে পাড়ি জমান। সেখানে গত চার বছর ধরে থাকতেন। দুবছর আগে দেশে এসে বিয়ে করেন। গত নভেম্বরে দেশে এসেছিলেন, ফিরে যান জানুয়ারিতে। সেখানে একটি কন্সট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। তার স্ত্রী সানজিদা জামান তিন মাসের অন্তঃসত্ত্বা।

ঢাকাটাইমস/২৭মার্চ/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী কালা জরিপ গ্রেপ্তার, যেভাবে তার উত্থান

চিকিৎসার জন্য ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ!

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুর্দিন দেখছেন পটুয়াখালীর জেলেরা

রাণীনগরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: সিমিন হোসেন

বিচারের আগে আটক ব্যক্তির ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ করা হবে: আইজিপি

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. আনিকা

বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, কেএনএফ সদস্যদের হতাহতের খবর

পাহাড়ে আমের বাম্পার ফলন, চাষির মুখে হাসি

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ নিহত ৪

এই বিভাগের সব খবর

শিরোনাম :