তোরিনোতে বৈশাখী উৎসব

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৯, ২২:২৮

ইতালির তোরিনো শহরের উদীয়মান তরুণ প্রজন্মের কয়েকজন প্রবাসীর উদ্যোগে দিনব্যাপী খেলাধুলা, মহিলাদের হাতের তৈরি নানারকমের পিঠা মেলা ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে বৈশাখী উৎসব পালিত হয়েছে।

রবিবার স্থানীয় একটি পার্কে অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বাংলা নববর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে আনন্দ উল্লাসে কেক কেটে দিনটি উদযাপন করেন আয়োজকরা।

অলিল হাওলাদার,রাতুল রহমান,এনায়েত মাতব্বর,মাসুদ বেপারী,সুমন সর্দার, মাসুদ, ইমাম ভুঁইয়া ও আমিনুল ইসলাম রিয়াদের সার্বিক তত্ত্বাবধানে বৈশাখী অনুষ্ঠানে শিশু কিশোরদের মার্বেল দৌড়, মহিলাদের বালিশ খেলা ও পুরুষদের হাড়ি ভাঙা প্রতিযোগিতা ছিল বেশ জাঁকজমকপূর্ণ।

আসমা অলিল, তানিয়া ইমাম, সাবিয়া হোসাইনের পরিচালনায় প্রবাসী মহিলাদের হাতের তৈরি নানারকমের প্রায় পঞ্চাশ ধরনের পিঠা প্রদর্শন করা হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন হাসান কামরুল, ফকির মনির,খোকন ছৈয়াল ও এমডি মিলন।

বৈশাখী অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন আলামিন, ফয়সল হোসাইন, শরীফ, পাপন, রবিউল ইসলাম শরীফ, রবিন প্রমুখ।

পরিশেষে ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ীসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রথমবারের মতো আয়োজিত এই বৈশাখী অনুষ্ঠান উপস্থিত প্রবাসীদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। প্রতিবছর এই আয়োজন করার জন্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :