ভাণ্ডারিয়ায় অপহরণ মামলায় একজনের ১৪ বছর জেল

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০১৯, ১৮:১৫

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি অপহরণ মামলায় আল আমীন (৪০) নামে এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদ- দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সাজাপ্রাপ্ত আল-আমীন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নয়াখালী মাটিভাঙ্গা গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১ মার্চ আল-আমীন প্রতিবেশী এক গৃহবধূকে (২৮) কৌশলে অপহরণ করেন। এ ঘটনায় একই বছরের ৮ এপ্রিল ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে আল আমীনসহ ৬ জনকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আল-আমীনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্য যাচাই শেষে আল-আমীনকে এ সাজা দেন। রায় ঘোষণার সময় আল আমীন আদালতে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৭মে/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :