আজকের ডিলের পণ্য মিলবে প্রত্যন্ত এলাকায়

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০১৯, ১৪:০৭
অ- অ+

ইন্টারনেট ভিত্তিক কেনাকাটার ওয়েব সাইট আজকের ডিল ডটকমের পণ্য দেশের প্রান্তিক পর্যায়ে পৌছাতে কাজ করবে দেশের প্রযুক্তিখাতের পণ্য বিলিকরণ প্রতিষ্ঠান ‘পেপারফ্লাই’

সম্প্রতি সেবা উন্নয়নে দ্বিপাক্ষিক একটি চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পেপার ফ্লাইয়ের পক্ষ থেকে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে, চুক্তিতে স্বাক্ষর করেন আজকের ডিলের নির্বাহী প্রধান ফাহিম মাশরুর এবং পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে, আজকের ডিলের প্রধান কারিগরী কর্মকর্তা রনি মন্ডল, ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান সৈয়দ সৌরভ কবির, হিসাবরক্ষণ বিভাগের প্রধান রফিকুল ইসলাম এবং পেপারফ্লাইয়ের প্রধান পরিচলন কর্মকর্তা রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

পেপারফ্লাই কর্মকর্তারা বলছেন সম্প্রতি তারা দেশের ৪৪৫৪ টি ইউনিয়নে পন্য বিলিকরণের সক্ষমতা অর্জন করেছেন যা প্রতিনিয়ত সেবা মান উন্নয়নে ভূমিকা রাখছে। পণ্য বিলি ছাড়াও ওয়ারহাউস এবং ফুলফিলমেন্ট সেবা দিয়ে থাকে পেপারফ্লাই।

উল্লেখ্য, দেশের ই-কমার্স খাতের অন্যতম প্রতিষ্ঠান আজকের ডিল ২০১১ সালে যাত্রা শুরু করার পর গত একদশক সময়কালে প্রযুক্তিভিত্তিক বানিজ্যের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের পন্যকে দেশব্যাপী বাজার তৈরীতে কাজ করে যাচ্ছে। এবং স্মার্ট লজিস্টিক পার্টনার হিসেবে পেপারফ্লাই পন্যকে মানুষের দোরগোরায় নিয়ে যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৪মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা