‘ক্লিন চুয়াডাঙ্গা’ গড়তে পরিচ্ছন্নতা অভিযান শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০১৯, ১৫:১২
অ- অ+

চুয়াডাঙ্গা শহরকে পরিচ্ছন্ন রাখতে সপ্তাহব্যাপী অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। এ অভিযানের নাম দেয়া হয়েছে ‘গ্রিন চুয়াডাঙ্গা ক্লিন চুয়াডাঙ্গা’। বৃহস্পতিবার সকালে শহরের শহীদ হাসান চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় পুলিশ সুপার মাহবুবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আশাদুল হোসেন লেমন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পৌর মেয়রের নেতৃত্বে পৌরসভার শতাধিক পরিচ্ছন্ন কর্মী শহরজুড়ে অভিযানে নামেন। এ সময় পরিচ্ছন্ন কর্মীরা শহরের বিভিন্ন রাস্তার পাশে পড়ে থাকে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন।

পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাধারণ মানুষের সেবার মান উন্নত করতেই চুয়াডাঙ্গা পৌরসভা এ কর্মসূচি গ্রহণ করেছেন। এর মূল লক্ষ্য চুয়াডাঙ্গা শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যে সপ্তাহব্যাপী এ পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে। এ অভিযানে রাত ১০টা থেকে ভোর ৫টা ও ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই শিফটে পরিচ্ছন্ন কর্মীরা কাজ করবেন।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা