জামালপুরে আন্দোলনরত সাংবাদিকদের প্রাণনাশের হুমকি

জামালপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০১৯, ১৮:০৭

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজুর ওপর হামলাকারীরা জামিনে বেরিয়ে মোস্তফা মনজুসহ আন্দোলনরত সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে বক্তব্যে সাংবাদিক নেতারা এ দাবি করেন।

দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক মোস্তফা মনজুর ওপর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ সকল হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন জামালপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।

শহরের বোষপাড়ায় জামালপুর প্রেসক্লাবের মিলনায়তনে শুক্রবার বেলা ১১টায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ হয়।

সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘সাংবাদিক হামলাকারী হাসানুজ্জামান খান রুনুর ভেন্ডারের লাইসেন্স বাতিল, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ভূমিদস্যুতায় সর্বশান্ত মানুষের জমি ফিরিয়ে দেয়া ও সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সুপার দেলোয়ার হোসেন প্রত্যাহার করতে হবে।’

প্রসঙ্গত, গত ২৮ মে মঙ্গলবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজুর ওপর একদল ‘ভূমিদস্যু’ হামলা চালিয়ে মারাত্মক আহত করে।

(ঢাকাটাইমস/৩১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :