দেশটা কি মগের মুল্লুক!

সানাউল হক সানি
  প্রকাশিত : ০৮ জুন ২০১৯, ১০:২৭| আপডেট : ০৮ জুন ২০১৯, ১১:৪৮
অ- অ+

আমি সোহেল বেপারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র। আমার বাড়ি রাজবাড়ি সদর থানার পাচুড়ীয়া ইউনিয়নে। আমি এক জীবন্ত নুসরাতের ভাই বলছি। গতকাল আমার বোনকে চারজন বোরকা পরিহিত লোক বাড়ির বারান্দা থেকে তুলে পেছনের পাট ক্ষেতে নিয়ে হাত, মুখ, চোখ বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেয়। বোন ( যুলি) প্রথমে কোনো শব্দই করতে পারেনি। পরে অনেক কষ্ট করে গোঙরানোর শব্দ করে, যা মা টের পায় এবং পাট ক্ষেতের পাশে গেলে বোরকা পরিহিত দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা কেরোসিন এনেছিল কিন্তু মানুষের শব্দ শুনে পালিয়ে যায় এবং কেরোসিন ঢালতে পারেনি শুধু আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।

পাট ক্ষেত ভেজা ছিল, বোন গড়াগড়ি দেয়। এতে শরীরের কিছু অংশ পোড়ার পরেও বেঁচে যায়। এই ঘটনার পেছনের ঘটনাঃ শিল্পী নামের পাশের বাড়ির মহিলা ( যার পেছনে রাঘববোয়াল আছে) আমার বোনকে পহেলা বৈশাখের দুই দিন আগে বাজার থেকে ফেরার পথে কিছু বখাটে ছেলেদের দিয়ে (বোন চেনে না) নির্জন পথে ধরিয়ে অনেক শারীরিক ও মানসিক নির্যাতন করে ও কিছু ছবি তোলে। পরবর্তীতে ওই ছবির কথা বলে আমার বোনের কাছে দুই লাখ টাকা দাবি করে।

আমার বোন সব কথা পুলিশকে বলে দিবে বললে গায়ে আগুন লাগিয়ে বোনকে মেরে ফেলার চেষ্টা করে। আগুন লাগার পর পুলিশ আসে এবং সব দেখে শিল্পীকে শাসিয়ে যায়। এরপর কোনো তৎপরতা দেখিনি। আমার পরিবার জীবনের ঝুঁকিতে আছে। আমি আমার বোনকে নিয়ে পালিয়ে আছি। আর যারা আগুন দিল ( শিল্পী ও রাঘববোয়ালরা) বহাল তবিয়তে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

#প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার বোনের গায়ে আগুনের সুষ্ঠু তদন্ত চাই এবং আমার পরিবারের নিরাপত্তা চাই।

কাল যদি দুর্বৃত্তরা গায়ে কেরোসিন দিতে পারত, আজ আরেকটা নুসরাত ট্রাজিডির জন্ম হত।

# মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে আমার বোনকে এবং পরিবারকে রক্ষা করুন।

(লেখাটি সাংবাদিক সানাউল হক সানি পোস্ট করেছেন তার এক ছোট ভাই সোহেলের ওয়াল থেকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা