জামালপুরে আকরামের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০১৯, ১৭:৩১
অ- অ+

জামালপুরে ব্যবসায়ী আকরামের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার সকালে জেলা সদরের শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা বাজারে এই মানববন্ধন হয়।

বক্তারা বলেন, ‘সিদ্ধ ডিম ব্যবসায়ী থেকে অবৈধ উপার্জনে কোটিপতি হওয়া আকরাম এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন। আকরাম ও তার সন্ত্রাসী বাহিনীরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, জমি দখল ও চাঁদাবাজিসহ সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। যে প্রতিবাদ করে তার ওপরও হামলায় চালায় আকরাম।’

আকরামকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বিক্ষুব্ধ এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান মাসুদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেন আকরাম।

এবিষয়ে আকরামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ এবং তার বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়।

মানববন্ধনে বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা মো. মান্নান, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, গোদাশিমলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান মাসুদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা