আইসিসি বিশ্বকাপ ২০১৯

মঙ্গলবার ইংল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৯, ১৭:১১
অ- অ+

আইসিসি বিশ্বকাপে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। দুই দলেরই এটি পঞ্চম ম্যাচ। ইংল্যান্ডের এর আগের চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ও একটিতে হেরেছে। পয়েন্ট টেবিলে তারা এখন চতুর্থ অবস্থানে আছে। অন্যদিকে, চার ম্যাচ খেলে চারটিতেই হেরে সবার নিচে আছে আফগানিস্তান।

শুক্রবার সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে পিঠের ইনজুরির কারণে মরগ্যান ও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ওপেনিং ব্যাটসম্যান জ্যাসন রয় মাঠ ছাড়তে বাধ্য হন। তারা কাল খেলতে পারবেন কিনা নিশ্চিত নয়। তবে, অধিনায়ক মরগ্যান যদি সুস্থ হয়ে উঠতে না পারেন তবে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন জস বাটলার।

সহ-অধিনায়ক বাটলারও বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে উইকেটের পিছনে দায়িত্ব পালন করতে পারেননি। তবে বর্তমানে পুরোপুরি ফিট বাটলার জানিয়েছেন, নেতৃত্বের দায়িত্ব আসলে তা পালনে পুরোপুরি প্রস্তুত তিনি। এ সম্পর্কে বাটলার বলেন, ‘আশা করছি মরগ্যান খেলতে পারবে। তার ও জ্যাসনের স্ক্যান রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। অবশ্যই তাদের সুস্থতা কামনা করছি।’

তবে তিনি একইসাথে জানিয়েছেন মরগ্যান সময়মতো সুস্থ হয়ে উঠতে না পারলে ইংল্যান্ডের মানসিকতায় কোন ধরনের পরিবর্তন আসবে না। বাটলার বলেন, ‘আমরা মরগ্যানের অধীনে দীর্ঘদিন খেলেছি। আমি মনে করি সে একজন দুর্দান্ত অধিনায়ক। সহ-অধিনায়ক হিসেবে তার কাছ থেকে কিছুটা হলেও শেখার চেষ্টা করি। ম্যাচ সম্পর্কে তার সাথে আমার অনেক কথা হয়। আমাদের চিন্তাধারার মধ্যে বেশ মিল রয়েছে।’

(ঢাকাটাইমস/১৭ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ
মাধবপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 
আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা