প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হবে: ডাকসু জিএস

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৯, ২০:১৪
অ- অ+

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)’র জিএস (সাধারণ সম্পাদক) গোলাম রাব্বানী বলেছেন, ‘২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন হয়েছে। শেখ হাসিনার নির্দেশনায় ছাত্রলীগের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সেই ডাকসুকে আলোর মুখ দেখিয়েছি। ২৮ বছরের সুপ্ত ধারাকে আমরা জাগিয়ে তুলেছি। আমরা সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ এবং বেসরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচন করব। ভালোবাসা দিয়ে মানুষের এবং শিক্ষার্থীদের মন জয় করে ছাত্রলীগ।’

ঝালকাঠি জেলা ছাত্রলীগের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রবিবার রাত সাড়ে ১১টায় শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা হয়।

ডাকসু জিএস বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে প্রথম শহীদ নাজের আলী ছিলেন ছাত্রলীগের একজন কর্মী। ১৭ হাজার ছাত্রলীগের কর্মী বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। ছাত্রলীগের সোনার ছেলে-মেয়েরা এক হয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র দিয়েছে। আমরা সবাই ছাত্রলীগের কর্মী এর চেয়ে গর্বের আর আত্মপরিচয় নেই। ছাত্রলীগ সারাদেশে ইতিবাচক কাজ করছে। যা কিছু সত্য, সুন্দর, সৃষ্টিশীল তার সাথে বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষা, শান্তি, প্রগতি, মানবতায়, আচরণে, কর্মে ছাত্রলীগের কর্মী সেরাদের সেরা।’

বিশেষ অতিথির বক্তৃতা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঝালকাঠির কৃতিসন্তান শেখ ইনান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইমরান জোমাদ্দার, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফয়সাল মাহমুদ সায়েম।

ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম আলআমিন।

(ঢাকাটাইমস/১৭জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার ক্রেডিট কার্ড সেবা সংক্রান্ত ব্যবসায়িক চুক্তি 
মদিনা থেকে আসা বিমানের যান্ত্রিক ত্রুটি, রানওয়েতে আটকা
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা