ছাদ থেকে লা‌ফিয়ে পড়ে কলেজছাত্রীর আত্মহত্যা

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০১৯, ২০:৩১
অ- অ+

খুলনায় পাঁচ তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে তানজিম আক্তার মনি নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরীর মৌলভীপাড়া এলাকার পাঁচতলার ছাদ থেকে ঝাপ দেন মনি। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের অনার্স (এ্যাকাউন্টিং) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

নিহতের মা নাসরিন জাহান মেরী অপমৃত্যু মামলায় উল্লেখ করেন, তার মেয়ে মনি বেশ কিছুদিন যাবৎ অন্য মনস্ক হয়ে চলাফেরা করে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে সে বাসা থেকে বের হয়। রাত ১০টায় ফিরে আসে। এ সময় ভাত খেতে বসে সে কয়েকবার বমি করে। পুনরায় ভাত খেতে বসে আবারো বমি করার কথা বলে রাত পৌনে ১১টার দিকে বাড়ির তৃতীয় তলা থেকে বের হয়ে দৌড়ে পাঁচ তলার ছাদে উঠে। এ ঘটনা দেখতে পেয়ে তিনি (মা) তার পিছু নেন। কিন্তু ততক্ষণে মনি ছাদ থেকে ঝাপ দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে, পরে সেখান থেকে খুমেক হাসপাতালে নেয়া হয়। সেখানেই সে মারা যায়।’

মনির সৎ বাবা আনোয়ার হোসেন অগ্রণী ব্যাংক খুলনা জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার। তিনি বলেন, ‘তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি বর্তমান স্ত্রী নাসরিন জাহান মেরীকে বিবাহ করেন। মনি তার স্ত্রীর আগের সন্তান। বর্তমানে তার আরো দুটি সন্তান রয়েছে। তবে, তার মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি।

খুলনা থানার উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ছাদ থেকে ঝাপ দিয়ে মৃত্যুর বিষয়ে দাবি করা হচ্ছে। তবে, পোস্ট মর্টেম রিপোর্ট এবং তদন্ত করে এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।’

(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
শেখ হাসিনা পালানোর আগে স্বজনদেরকে খুদে বার্তা পাঠিয়েছিল: আলাল
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা