ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০১৯, ১৯:১০
অ- অ+

ঝিনাইদহ সদরে অস্ত্র ও গুলিসহ শাহরিয়ার আহম্মেদ সোহাগ (২৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তার নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে কোরাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন কোরাপাড়া গ্রামে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করছে। এর ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। সে সময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে শাহরিয়ার আহম্মেদ সোহাগকে আটক করা হয়।

পরে তার স্বীকারক্তি মোতাবেক ওই গ্রামের জনৈক নাজিম মেম্বরের পরিত্যক্ত টিনের ঘর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঢাকাটাইমস/২৫জুন/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
গোপালগঞ্জে ঘৃণ্য-বর্বর হামলাকারীদের বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা