ঢাকার দুই মাদক কারবারির গুলিবিদ্ধ লাশ কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০১৯, ২১:২৩
অ- অ+

কক্সবাজার শহরের কলাতলী কাটাপাহাড় থেকে ঢাকার দুই মাদক কারবারির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি দুটি অস্ত্র ও ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ লাশ দুটি উদ্ধার করা হয়।

বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধার দুই মাদক কারবারির পরিচয় পায় পুলিশ।

পুলিশ জানায়, তারা হলেন- ঢাকার খিলক্ষেতের কোরাতলী এলাকার সোনা মিয়ার পুত্র শুক্কুর আলী ও ঢাকা শাহাজানপুরের শান্তিবাগোর ৬৮/২ মসজিদ রোডের রশিদ দারোগার বাড়ির আবদুল আজিজের পুত্র বাবু আহমেদ রাজ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, সকালে কলাতলী বাইপাস সড়কের পাশে কাটাপাহাড়ে দুটি লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, লাশ দুটিতে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে বন্দুক ও ইয়াবাও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা দুজনই মাদক কারবারি। মাদক বিক্রির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
আমাদের সংগ্রাম আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে: জাগপা
ধামাকা শপিংয়ের চেয়ারম্যান এম আলীকে গ্রেপ্তার দেখাল পুলিশ, আদালতে প্রেরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা