বাগমারায় ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ১৬ জুলাই ২০১৯, ১৮:২৫
অ- অ+

রাজশাহীর বাগমারা উপজেলায় একটি ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিমু আক্তার (৫)।

মঙ্গলবার দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোব থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিমু ওই গ্রামের আব্দুর রশিদের একমাত্র মেয়ে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সোমবার দুপুর থেকে শিশু শিমু নিখোঁজ ছিল।

মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ওসি বলেন, শিশুটি খেলতে গিয়ে ওই ডোবার পানিতে পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। ঢাকাটাইমস/১৬জুলাই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা