ইংল্যান্ডের মাটিতে জ্বলে উঠলেন বাংলাদেশের আরেক সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০১৯, ১৯:৪৭| আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:১০
অ- অ+

বিশ্বকাপ শেষে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন জাতীয় দলের তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওদিকে বল হাতে ইংল্যান্ডের মাটিতে জ্বলে উঠেছেন আরেক সাকিব। তিনি তানজিম হাসান সাকিব।

এ তরুণ বোলারের কারণেই ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচের শুরুটা ভালো করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। নির্ধারিত ৫০ ওভারে স্বাগতিক ইংলিশ যুবাদের ২০০ রানে আটকে রেখেছে বাংলাদেশের যুবারা।

সোমবার উর্স্টারশায়ারের কাউন্টি গ্রাউন্ডে টাইগার যুবা তানজিম হাসান সাকিবের আগুনে বোলিংয়ের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ম্যাচ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য ২০১ রান।

আগেরদিন সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করেই ভারতের কাছে হেরেছিল ইংল্যান্ড। তবু আজ দ্বিতীয় ম্যাচেও টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানান ইংলিশ যুব দলের অধিনায়ক জর্জ হিল।

কিন্তু এ সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। অবশ্য বলা ভালো, তাদেরকে তা করতে দেননি বাংলাদেশের বাঁহাতি পেসার সাকিব। স্কোরবোর্ডে মাত্র ৭১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।

অবশ্য শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার টম ক্লার্ক (২৭) ও ড্যানিয়েল মুসলি (২০)। দুজনের জুটিতে আসে ৪৯ রান। ইনিংসের ১০ম ওভারের শেষ বলে ড্যান মুসলি রানআউটে কাটা পড়লেই মোড়ক লেগে যায় ইংল্যান্ডের ইনিংসে।

পরের ২২ রানে আরও ৪ উইকেট হারায় তারা। দুই ওপেনারের পর জ্যাক হেইনস ৩ ও জো এভিসন আউট হন ০ রান করে। অধিনায়ক জর্জ হিলও ৫ রানের বেশি করতে পারেননি। ইনিংসের ২৭তম ওভারে ৮৭ রানের মাথায় ইংলিশরা তাদের ৬ষ্ঠ উইকেট হারায়।

এরপর প্রতিরোধ গড়ে তোলেন লুইস গোল্ডওয়ার্থি এবং ক্যাসে অলরিজ। দুজন মিলে ২২.১ ওভারে যোগ করেন ১১১ রান। ইনিংসের শেষ ওভারে ৫৮ রান করে অলরিজকে সোজা বোল্ড করেন সাকিব। তবে ৬৯ রান করে অপরাজিতই থেকে যান গোল্ডওয়ার্থি। ইংল্যান্ডের ইনিংস থামে ঠিক ২০০ রানে।

বাংলাদেশের পক্ষে বল হাতে ৪ উইকেট নেন তানজিম সাকিব। মৃত্যুঞ্জয় চৌধুরীর নামের পাশে বসে ১টি উইকেট।

(ঢাকাটাইমস/২২জুলাই/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা