রেজাল্ট না দেয়ায় বিভাগের সামনে শিক্ষার্থীদের অবস্থান

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ২০:৩৩

পরীক্ষা শেষ হওয়ার সাত মাসেও ফলাফল না দেয়ায় বিভাগের সামনে অবস্থান নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে বিভাগটির সামনে অবস্থান নিয়ে দ্রুত ফল প্রকাশের দাবি জানান তারা। এতে বিভাগের সকল বর্ষের শিক্ষার্থী অংশ নেন।

পরে বিভাগ কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা সময় চেয়ে নিলে বিকাল ৩টার দিকে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা এবং ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। বিভাগের মাস্টার্স বর্ষের শিক্ষার্থী মোল্লাহ মোহাম্মদ সাঈদ বলেন, ‘আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন হওয়ার পরও রেজাল্ট পাচ্ছি না। পরিবার বারবার চাপ দিচ্ছে এ দায় কি আমার? দুই-তিন মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট দেয়ার কথা আজ আট মাস রেজাল্ট দেয়নি। আমার জন্য এটা অনেক লজ্জার। সান্ধ্য কোর্সের শিক্ষার্থীরা যদি এক মাসে রেজাল্ট পায় আমরা কি মেধা জোরে এখানে আসিনি? আমাদের কেন ৭-৮ মাস লাগবে? তাহলে বিভাগটাই সান্ধ্য করে দিন না।’

চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল আরমান বলেন, ‘মনের কষ্ট নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি। আট –নয় মাস পর আমাদের রেজাল্ট দিয়ে এক সপ্তাহের মধ্যে ভর্তি ও ফর্ম ফিলাপের সময় দেয়। এ সংস্কৃতি থেকে আমরা বেড়িয়ে আসতে চাই। এ বিষয়ে লিখিত কোনো ব্যবস্থা না নেয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এবং পরে বিজনেস স্টাডিস বিভাগের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। পরে প্রক্টর বলেন, ‘রেজাল্টের এই সমস্যাটি শুধু তোমাদের বিভাগের নয় এটি বিশ্ববিদ্যালয়ের একটি জটিল সমস্যা। আমি এখনই তোমাদের বিভাগের সভাপতির সাথে কথা বলব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ঊর্ধ্বতনদের অবহিত করব। যাতে অতি দ্রুত তোমাদের এ সমস্যার সমাধান হয়।’

তবে, শিক্ষার্থীদের দাবি আজকের মধ্যে রেজাল্ট প্রকাশ না করলে আন্দোলন চলবে। নয় মাস অপেক্ষা করছি, আর কালক্ষেপণ নয়।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

হাবিপ্রবিতে ‘খবরের কাগজে বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি’ শীর্ষক প্রদর্শনী

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত জবি

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল শুরু

জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, চলবে সেমিস্টার পরীক্ষা

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

এই বিভাগের সব খবর

শিরোনাম :