ঈদে বাড়ি ফিরুন ইজিয়ারে

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৯, ১৫:৫০
অ- অ+
নানারকম ঝুট-ঝামেলা, গাড়ি খোঁজা কিংবা ভাড়া নিয়ে যাদের চিন্তা, তাদের জন্য ইজিয়ার দিচ্ছে সহজ সমাধান। ইজিয়ারের অ্যাপে সহজেই পাওয়া যাবে ভ্রমণের জন্য সেডান, নোয়াহ কিংবা হাইএস গাড়ি। ঢাকা থেকে দেশের যে কোনো স্থানে যেতে সেবাটি দিচ্ছে ইজিয়ার।
দেশের প্রথম আন্তঃজেলা রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান ইজিয়ারে (Ezzyr) এবার ঈদে দিচ্ছে নো ওয়েটিং চার্জ, নো টোল ফি, নো হিডেন চার্জসহ ন্যায্য ভাড়ার নিশ্চয়তা। এ ছাড়াও, থাকছে ঈদে ইজিয়ার ব্যবহার করে বাড়ি ভ্রমণে আকর্ষণীয় ডিসকাউন্ট। এই অফারের আওতায় ইজিয়ার ট্রিপে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ইজিয়ার (Ezzyr) ফেসবুক ফ্যান পেজে এই ঠিকানায় facebook.com/ezzyrbd
ইজিয়ারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান ইমন বলেন, এই ঈদেও আমরা বাড়ি ফিরতে বিশেষ সেবা নিয়ে হাজির হয়েছি। ঈদে ইজিয়ারে বাড়ি যেতে চাইলে দেশের যে কোনো স্থানে আমরা পৌঁছে দিচ্ছি। এই সেবাটির সাথে যুক্ত হয়েছে ডিসকাউন্ট অফার। ঈদে সবাই পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠুক এটাই আমাদের চাওয়া।
এ ছাড়াও, আন্তঃজেলা রাইড শেয়ারিং সেবা দেয়ার পাশাপাশি ইজিয়ার দিচ্ছে ঢাকার ভেতরে এবং ঢাকা থেকে দেশের যে কোনো স্থানে জরুরি অ্যাম্বুলেন্স সেবা। ইজিয়ার অ্যাপের অ্যাম্বুলেন্স আইকনে ক্লিক করে মূহুর্তে পাওয়া যাবে জরুরি এই সেবাটি।
(ঢাকাটাইমস/৮আগস্ট/এজেড)
google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
গুম সংক্রান্ত কমিশনে নিখোঁজ ২০০ ব্যক্তির তথ্য হস্তান্তর
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা