আর গাড়ি তৈরি করবে না হোন্ডা!

অটোমোবাইল ডেস্ক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৯, ১১:০৭
অ- অ+

২০২০ সাল থেকে আর্জেন্টিনায় গাড়ি তৈরি বন্ধ করবে হোন্ডা। অনেক দিন ধরেই বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানির ব্যাবসার পদ্ধতি ঢেলে সাজাচ্ছে জাপানের কোম্পানিটি। সেই কারণেই দক্ষিণ আমেরিকার দেশে গাড়ি তৈরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোন্ডা।

গাড়ি তৈরি বন্ধ হলেও আর্জেটিনায় কারখানা বন্ধ হচ্ছে না। সেই দেশের বুয়েন্স আইয়ার্স শহরের পাশে কারখানা থেকে তৈরি হয় হোন্ডা এইচআর-ভি গাড়ি। এবার থেকে সেই কারখানায় মোটরসাইকেল তৈরি হবে। ২০০৬ সাল থেকে আর্জেন্টিনায় মোটরসাইকেল তৈরি করছে হোন্ডা। অন্যদিকে ২০১১ সালে লাতিন আমেরিকার দেশে গাড়ি উৎপাদন শুরু করেছিল জাপানের কোম্পানিটি।

সম্প্রতি এক বিবৃতিতে হোন্ডা জানিয়েছে, আর্জেন্টিনায় গাড়ি বিক্রি বন্ধের সঙ্গে সেই দেশের ভোটের ফলাফলের কোন সম্পর্কে নেই। কোম্পানির দীর্ঘদিনের পরিকল্পনার জন্যই আর্জেন্টিনায় গাড়ি তৈরি বন্ধ হচ্ছে।

হোন্ডা জানিয়েছে আর্জেন্টিনায় কোম্পানির প্রায় এক হাজার কর্মী কাজ করেন। এই কর্মীদের নতুন কারখানায় যোগদানের প্রস্তাব দিয়েছে কোম্পানি। সেই কারনে স্থানীয় কর্মী ইউনিয়নের সঙ্গে কথা বলছে হোন্ডা।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপাল ট্রাম্প, ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা