ফেরার ইঙ্গিত অ্যান্ডারসনের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৯, ১৬:৫১
অ- অ+

পারফরমেন্স দিয়ে অ্যাশেজে ফিরে আসার ইঙ্গিত দিলেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টে কাফ ইনজুরিতে পড়েন অ্যান্ডারসন। বার্মিংহামের ঐ টেস্টে মাত্র ৪ ওভার বল করেন তিনি। এরপর আর মাঠে ফিরতে পারেননি। এমনকি লর্ডসে দ্বিতীয় টেস্টও খেলতে পারেননি অ্যান্ডারসন। তবে সুস্থ হওয়াতে নিজের ফিটনেস যাচাই-বাছাই করতে ঘরোয়া আসরে ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় একাদশের বিপক্ষে মাঠে নামেন তিনি।

মাঠে নেমেই বল হাতে নিজের সেরাটা দিয়েছেন অ্যান্ডারসন। ৯ ওভার বল করে ২ উইকেট শিকার করেছেন তিনি। ইনজুরির পর ক্রসবিতে লিচেষ্টারশায়ারের বিপক্ষে খেলতে নামেন তিনি। ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় একাদশের কোচ ক্রিস বেনবো বলেন, ‘সে ভালো আছে, সে খুশি। তিনদিনে বোলিং নিয়ে তার কিছু পরিকল্পনা ছিলো এবং তার যে পরিকল্পনা ছিলো, তার চেয়ে বেশি বল করেছেন। সে ভালো করছে এবং ভালো অনুভব করছে।’

টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী অ্যান্ডারসন। ১৪৯ টেস্টে ৫৭৫ উইকেট শিকার করেছেন তিনি।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা