২১ ডিসেম্বর জাপার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩১
অ- অ+
ফাইল ছবি

আগামী ২১ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। এর আগে নভেম্বরের শেষে এ কাউন্সিল অনুষ্ঠানের কথা বলা হলেও ২১ ডিসেম্বরে কাউন্সিল করার সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

বুধবার রাজধানীর ইঞ্জিনয়ারিং ইনস্টিটিউটে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, ‘অক্টোবরের মধ্যে ছাত্র সমাজের কাউন্সিল করতে হবে। আর নির্বাচনের মাধ্যমে সংগঠনটির কমিটি গঠন করা হবে। আর এতে শুধুমাত্র ছাত্ররাই অংশ নিতে পারবে বাহিরের কেউ নয়।’

‘ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবে জাতীয় পার্টি। তরুনদের সিদ্ধান্ত ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে। আমরা ছাত্র সমাজকে পৃষ্ঠপোষকতা করবো, তবে লেজুড়বৃত্তি করার জন্য নয়, লাঠিয়াল বাহিনী তৈরি করবো না। ছাত্র সমাজকে এলাকার পাশাপাশি ক্যাম্পাসভিত্তিক রাজনীতি করতে হবে।’

এরশাদ পরবর্তী জাতীয় পার্টি নিয়ে কাদের বলেন, ‘সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। এরশাদের শূণ্যতা পূরণে সময় লাগবে। তবে জাপা টুকরো টুকরো হবে না প্রমানিত, জাপা দূর্বল হবে না।’

‘রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে। তবে সংগঠিত থাকলে, মানুষের আশা পূরন করতে পারলে জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা রাখবে। এতদিন নিয়ামক শক্তি ছিলাম, ভবিষ্যতে রাজনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করবে দল।’

গত ১৪ জুলাই মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি মারা যাওয়ার আগে তার অবর্তমানে ছোট ভাই জিএম কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে সাংগঠনিক নির্দেশ দিয়ে যান। এ নিয়ে এরশাদপত্নী রওশনের সঙ্গে এক ধরণের বিরোধ দেখা দিলেও অবশেষে জিএম কাদেরকে চেয়ারম্যান ও রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা করা হয়।

ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/বিইউ/ডিএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা