‘এসডিজি অর্জনে তথ্য অধিকার আইন’ শীর্ষক সেমিনার

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৯
অ- অ+

রাজধানীতে ‘এসডিজি অর্জনে তথ্য অধিকার আইন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল পৌণে তিনটায় তথ্য কমিশনের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়।

এসডিজি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং এনজিওসমূহের সম্বয়য়ে এই সেমিনারের আয়োজন করে তথ্য কমিশন।

সেমিনারে তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন কীভাবে আরো জোরালো করা যায় সে বিষয়ে সুপারিশমালা প্রণয়ন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) শামসুল আলম এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান।

সেমিনারে সভাপতিত্ব করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।

তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, সুরাইয়া বেগম, তথ্য কমিশনের সচিব তৌফিকুল আলমসহ এসডিজি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং এনজিওসমূহের প্রতিনিধিরা এ সেমিনারে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা