ডিআইজি হাবিবের সঙ্গে ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২২ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৩

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। রবিবার ছাত্রলীগ নেতারা ডিআইজি হাবিবের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় ডিআইজি হাবিব ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সৎ ও আস্থাশীল ছাত্রলীগ হিসেবে গড়ে তুলতে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে দিকনির্দেশনা দেন। মাদক নির্মূলে ছাত্রলীগকে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিতে পরামর্শও দেন এই পুলিশ কর্মকর্তা।

ডিআইজি হাবিব বলেন, 'মাদক নির্মূল এই ছাত্রলীগ চাইলে গ্রাম পর্যায় থেকে শুরু করে সারাদেশে বিভিন্ন সেমিনার, পরামর্শকেন্দ্র ও মাদক সেবনের কুফল সম্পর্কে প্রচারনামূলক কার্যক্রম আয়োজন করতে পারে। জনসেবামূলক যেকোনো কাজে তারা সবসময় সহযোগিতা পাবে।'

এ সময় জয় ও লেখক ভট্টাচার্য মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি কাজ করার আশ্বাস দেন।

আল নাহিয়ান খান জয় বলেন, মাদক সমাজে অভিশাপ স্বরূপ। একটি দেশ ও একটি জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংসের জন্য শুধু মাদকই যথেষ্ট। আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর।'

লেখক ভট্টাচার্য বলেন, 'ঢাকা রেঞ্জ ডিআইজি আমাদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন। যেগুলো আসলেই কার্যকরী ভূমিকা রাখতে পারে সমাজে মাদকের করালগ্রাস রোধে। আমরা চেষ্টা করবো মাদকবিরোধী ক্যাম্পেইনিং করতে।'

এ সময় সঙ্গে ছিলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা বোরহান খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম মোল্লা, তেজগাঁও কলেজ ছাত্রলীগের নেতা সবুজ আল হাসান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকার মন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংকের অবস্থা খুবই করুণ: অলি

ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে: ছাত্রশিবির

ক্ষমতাসীনদের ইশারায় সারাদেশে লুটপাট হচ্ছে: মোনায়েম মুন্না

এই বিভাগের সব খবর

শিরোনাম :