ডিআইজি হাবিবের সঙ্গে ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৩| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২২
অ- অ+

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। রবিবার ছাত্রলীগ নেতারা ডিআইজি হাবিবের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় ডিআইজি হাবিব ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সৎ ও আস্থাশীল ছাত্রলীগ হিসেবে গড়ে তুলতে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে দিকনির্দেশনা দেন। মাদক নির্মূলে ছাত্রলীগকে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিতে পরামর্শও দেন এই পুলিশ কর্মকর্তা।

ডিআইজি হাবিব বলেন, 'মাদক নির্মূল এই ছাত্রলীগ চাইলে গ্রাম পর্যায় থেকে শুরু করে সারাদেশে বিভিন্ন সেমিনার, পরামর্শকেন্দ্র ও মাদক সেবনের কুফল সম্পর্কে প্রচারনামূলক কার্যক্রম আয়োজন করতে পারে। জনসেবামূলক যেকোনো কাজে তারা সবসময় সহযোগিতা পাবে।'

এ সময় জয় ও লেখক ভট্টাচার্য মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি কাজ করার আশ্বাস দেন।

আল নাহিয়ান খান জয় বলেন, মাদক সমাজে অভিশাপ স্বরূপ। একটি দেশ ও একটি জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংসের জন্য শুধু মাদকই যথেষ্ট। আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর।'

লেখক ভট্টাচার্য বলেন, 'ঢাকা রেঞ্জ ডিআইজি আমাদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন। যেগুলো আসলেই কার্যকরী ভূমিকা রাখতে পারে সমাজে মাদকের করালগ্রাস রোধে। আমরা চেষ্টা করবো মাদকবিরোধী ক্যাম্পেইনিং করতে।'

এ সময় সঙ্গে ছিলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা বোরহান খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম মোল্লা, তেজগাঁও কলেজ ছাত্রলীগের নেতা সবুজ আল হাসান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো আলোচনা হচ্ছে: আলী রীয়াজ
পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা