মডেল প্রিয়াঙ্কা লাইফ সাপোর্টে

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৯, ১২:১৫
অ- অ+
ছবিতে উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন উপস্থাপিকা, মডেল ও ছোটপর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। তাকে হাসপাতালটির আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তার হার্ট মাত্র ৩০ ভাগ কাজ করছে। কাজেই প্রিয়াঙ্কার শারীরিক অবস্থার উন্নতি নিয়ে খুব একটা আশাবাদী নন চিকিৎসকরা।

গত বৃহস্পতিবার রক্তে মারাত্মক সংক্রমণ নিয়ে এই মডেল প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে পরের দিন অর্থাৎ শুক্রবার তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পাঁচ দিন ধরে শহরের নামী এই হাসপাতালটিতেই প্রিয়াঙ্কা চিকিৎসাধীন আছেন।

স্কয়ার হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রিয়াঙ্কার রক্তে যে সংক্রমণ হয়েছিল তা অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু নতুন করে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তাতে সমস্যা জটিল হয়েছে। তার হার্টের অবস্থা খুবই খারাপ। এমন পরিস্থিতিতে প্রিয়াঙ্কার শারীরিক উন্নতি নিয়ে চিকিৎসকরা খুব বেশি আশাবাদী হতে পারছেন না। তবে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মডেল হিসেবে কেরিয়ার শুরু করা প্রিয়াঙ্কা জামান ২০১৩ সালে বিটিভিতে ‘ছায়াছন্দ’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে আলোচনায় আসেন। এরপর উপস্থাপনার পাশাপাশি অনেক নাটকে তিনি অভিনয় করেছেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে তাকে মডেল হিসেবে দেখা গেছে।

ঢাকাটাইমস/০১ অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
আবারো কন্যা সন্তানের বাবা হলেন নেইমার
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা