ফরিদপুরে ইলিশ নিধনের দায়ে ৬০ জেলের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৯, ১৯:৩৫
অ- অ+

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে ৬০ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সজল চন্দ্র শীল।

অভিযানে আরো ছিলেন- ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা মৎস কর্মকর্তা বাপ্পি কুমার দাশ, সুমন লাল দেবনাথ।

ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অভিযান কালে মা ইলিশ শিকাররত অবস্থায় ৬৯ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে আটজন কিশোর ১৮ বছরের নিচে হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়, আর একজন ছাত্রকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি ৬০ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল দেয় ভ্রাম্যমাণ আদালত।

পরে উদ্ধার জাল পুড়িয়ে ফেলার পাশাপাশি জব্দ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বণ্টন করে দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: টঙ্গীর তিন বিএনপি নেতাসহ ৪ জন বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা