রিং-রোডে দেড়’শ স্থাপনা উচ্ছেদ, পার্কিং-দখলে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:২৭
অ- অ+

ফুটপাত দখল করে গড়ে তোলা দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় ভবনের বাইরের অংশে এসি, জেনারেটর রেখে ফুটপাত দখলের কারণে ১১ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ডিএনসিসির অঞ্চল-৫ এর শ্যামলি রিং-রোডের হক সাহেবের গ্যারেজ পর্যন্ত অভিযান এ পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হাসান।

ঢাকা টাইমসকে তিনি বলেন, শ্যামলি রিংরোড থেকে হক সাহেবের গ্যারেজ পর্যন্ত সড়কের উভয় পাশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

‘অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া আমরা বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। তারা মূল ভবনের বাইরের অংশে অর্থাৎ ফুটপাত দখল করে এসি লাগিয়েছিলেন, কেউ জেনারেটর রেখেছেন।’

ফুটপাত দখল করে মোটরসাইকেল রাখার দায়েও বেশ কয়েকজনকে জরিমানার আওতায় আনা হয়েছে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোট ১১ প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

অভিযান নিয়মিত চলবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আজ যে পর্যন্ত উচ্ছেদ করলাম, আগামী সপ্তাহে বাকি অংশেও আমাদের অভিযান চলবে। একই সাথে উচ্ছেদ করা জায়গাগুলো আমাদের নজরদারিতে থাকবে।’

ঢাকাটাইমস/১৭অক্টোবর/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা