বদলে যাচ্ছে অ্যানড্রয়েড স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৯, ১২:৩৫
অ- অ+

আর বেশি দিনের অপেক্ষা নয়। চলতি বছরের শেষেই অ্যানড্রয়েড টেন আপডেট এসে যাবে সমস্ত জনপ্রিয় সকল স্মার্টফোনে। আগামী ডিসেম্বরেই স্যামসাং, আসুস, রিয়েলমি, ভিভো এবং অন্যান্য সকল স্মার্টফোনে পৌঁছে যাবে অ্যানড্রয়েড টেন। বুধবার একটি ব্লগ পোস্টের মাধ্যমে এমনটাই জানাল গুগল।

তবে, আপডেট পৌঁছে দেওয়ার দিক থেকে অন্যান্য সংস্থাগুলোর থেকে বেশ কয়েক কদম এগিয়ে শাওমি। অ্যানড্রয়েড টেন প্রকাশ্যে আসার দিন থেকেই নতুন ফোনগুলোতে আপডেট দেওয়া শুরু করেছিল শাওমি। এছাড়াও গুগলের পিক্সেল সিরিজের ফোনগুলোতে গত ৪ সেপ্টেম্বর থেকেই এসে গিয়েছে আপডেট। তবে, এবার অন্যান্য সংস্থাগুলোও বেটা ভার্সনের টেস্টিংয়ের পর অ্যানড্রয়েড টেন আপডেট আনতে চলেছে।

চলতি বছরের শুরু থেকে অ্যানড্রয়েড ৯.০ পাইয়ের পরবর্তী আপডেটের বিষয়ে জল্পনা চলছিল। অ্যানড্রয়েড ১০ নাকি অ্যানড্রয়েড কিউ নাম রাখা হবে তাই নিয়েও চলছিল জল্পনা। তবে, গুগলের তরফে জানানো হয়, অ্যানড্রয়েড টেন নামকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। এত দিন অ্যানড্রয়েডের বিভিন্ন ভার্সনের নাম রাখা হত বিভিন্ন ডেজার্ট বা মিষ্টির নামে। কিন্তু এ বার প্রথম কোনও মিষ্টির নাম থাকছে না গুগলের স্মার্টফোন অপারেটিং সিস্টেমে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা