‘মানব কল্যাণে আসে না এমন পড়াশোনা মূল্যহীন’

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৯, ০০:০০

যে পড়াশোনা মানব কল্যাণে আসে না, সে পড়াশোনার কোনো দাম নেই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল অ‌ডি‌টো‌রিয়া‌মে বাঁধন, বিজয় একাত্তর হল ইউনিটের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা-২০১৯ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কাজী শহীদুল্লাহ বাঁধনকর্মীদের রক্তদানের মতো মহৎ কাজের প্রশংসা করে বলেন, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মানবসেবামূলক কাজে শিক্ষার্থীদের জড়িত থাকতে হবে। যে পড়াশুনা মানব কল্যাণে আসে না, সে পড়াশোনার কোনো দাম নেই।

তিনি রক্তদান থেকে শুরু করে সকল মানবসেবামূলক কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রগামী ভূমিকা পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাঁধন বিজয় একাত্তর হল ইউনিটের নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ এবং স্বেচ্ছায় স‌র্বোচ্চ রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড.এ.জে.এম শফিউল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ। প্রধান আ‌লোচক হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন শেখ হা‌সিনা ন্যাশনাল বার্ন ও প্লা‌স্টিক সার্জারি ইনি‌স্টি‌টিউটের প্লা‌স্টিক সার্জন ডা. সামন্ত লাল সেন। বাঁধন, বিজয় একাত্তর হল ইউ‌নি‌টের সাধারণ সম্পাদকের সঞ্চালনায় অনুষ্ঠা‌নের উ‌দ্বোধন ক‌রেন বাঁধন, বিজয় একাত্তর হল ইউনিটের সভাপ‌তি জাফর আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন হল ইউনিটের কর্মীসহ বিজয় একাত্তর হল ছাত্র সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৩০অক্টোবর/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ার ঢাবি পড়ুয়াদের নেতৃত্বে মাহমুদ-রিয়াদ

রাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৫.৫০ শতাংশ

স্কুল-কলেজের সভাপতিকে হতে হবে এইচএসসি পাস, গেজেট জারি

ঢাবির সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও অগ্রায়ন অনুষ্ঠিত

শেষ হলো ঢাবি অধিভুক্ত ৭ কলেজের প্রথমদিনের ভর্তি পরীক্ষা

ঢাবির সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও অগ্রায়ন আজ

বেরোবিতে সাংবাদিকতা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ চেয়ে আইনি নোটিশ

বেরোবিতে বিশিষ্ট পরামাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের ৭ম মৃত্যুবার্ষিকী শুক্রবার

পৃথিবী যতদিন থাকবে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের দর্শন-কর্ম বেঁচে থাকবে: ঢাবি উপাচার্য

এই বিভাগের সব খবর

শিরোনাম :