ময়মনসিংহে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, আহত ৯

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২৩:৫০ | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৯, ২৩:২০

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে নয় যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ফাতেমা নগর রেলস্টেশনে প্রবেশের আগ মুহূর্তে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা টাইমসকে জানান, ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ফাতেমা নগর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে জামালপুর অভিমুখী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে আছে।

আউলিয়া নগর স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার নূরে আলম সিদ্দিক রাত সাড়ে ১১টার দিকে ঢাকাটাইমসকে জানান, ময়মনসিংহ থেকে কিছুক্ষণ পূর্বে একটি ইঞ্জিন ফাতেমা নগর রেলস্টেশনের দিকে আসছে। ইঞ্জিনটি দুর্ঘটনা কবলিত মহুয়া ট্রেনের পেছনের ভালো বগিগুলো ময়মনসিংহ রেলস্টেশনে নিয়ে নিয়ে যাবে। এর পর ঘটনাস্থলে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করবে। রাত কয়টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। এটি সময় সাপেক্ষ ব্যাপার।

ঢাকাটাইমস/৩১অক্টোবর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :