ইরানের ভূমিকম্পে নিহত ৪, আহত ১২০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ১৪:০৯| আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৫:০০
অ- অ+

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৪ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৭ মিনিটের দিকে ৫ দশমিক ৮ মাত্রার ৫৭ কিলোমিটার গতিতে এই ভূমিকম্পটি আরদাবিল শহরের ৮৩ কিলোমিটার দক্ষিণপশ্চিমে আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়।

ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, কম্পনের কারণে আতঙ্কিত অসংখ্য মানুষ মধ্যরাতেই ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গত বছরের নভেম্বরে ইরান-ইরাক সীমান্তে এক ভূমিকম্পের ঘটনায় অন্তত ৩৬১ জন মারা যায়। ২০১৭ সালেও ওই এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৪০০ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়।

তবে ইরানে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পের ঘটনা ঘটেছিল ২০০৩ সালে। ওই বছর ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৬ হাজার মানুষ নিহত হয়েছিল।

ঢাকাটাইমস/০৮নভেম্বর/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা