বিমানের সিটের নিচে সাড়ে ৫ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ০৯:০২
ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে সাড়ে পাঁচ কেজি ওজনের ৪৮টি সোনার বার জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার সন্ধ্যায় এসব সোনা উদ্ধারের খবর জানিয়েছে বিমানবন্দরের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে এর সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।

তিনি জানান, বিকালে আবুধাবি থেকে একটি উড়োজাহাজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই উড়োজাহাজে সোনা রয়েছে এমন খবর পেয়ে সেটিতে তল্লাশি চালানো হয়। এরপর বিমানটির চারটি সিটের নিচে চারটি প্যাকেট পাওয়া যায়, যা পাইপের ভেতর বিশেষ ব্যবস্থায় লুকানো ছিল।

আলমগীর হোসেন জানান, প্রতিটি সিটের নিচে একটি করে প্যাকেট ছিল, যার একটিতে ১২টি করে মোট চারটি প্যাকেটে ৪৮টি সোনার বার ছিল। এই সোনার বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানান তিনি।

ঢাকাটাইমস/১৪নভেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :