বগি লাইনচ্যুত হয়ে রংপুর এক্সপ্রেসে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ১৫:১২| আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৯:৫৪
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দুই দিন পেরোতে না পেরোতেই আরও একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে।

বৃহস্পতিবার দুপুরে জেলার উল্লাপাড়া উপজেলায় ঢাকা থেকে রংপুরগামী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আগুন লাগার পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, সকালে ঢাকা থেকে রংপুর যাচ্ছিল আন্তঃনগর রংপুর এক্সপ্রেস। দুপুর দুইটার দিকে উল্লাপাড়া রেলস্টেশনে ঢোকার মুখে ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়। এরপর মুহূর্তের মধ্যেই ইঞ্জিনসহ ট্রেনটির চারটি বগিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের বেশি চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

দুর্ঘটনায় কয়েক শ গজ রেললাইন উপড়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে ঢাকার সঙ্গে দক্ষিণ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটিতে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।

গত মঙ্গলবার ভোররাত তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকায় তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়। আহত হয়েছেন অর্ধশতাধিক।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/ডিএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনে শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার ‎
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা