‘যারা জমি দিয়ে উন্নয়নে শামিল হয়েছেন, তারা মহৎ’

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ১৯:২৫
অ- অ+

ফরিদপুরে দুটি উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অতুল সরকার ১১৮ জনের হাতে প্রায় তিন কোটি ৬০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

পদ্মা সেতু রেল সংযোগ, আলফাডাঙ্গা বেড়িবাঁধ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ জমি মালিকদের এসব চেক দেয়া হয়।

জেলা প্রশাসক বলেন, যারা নিজের জমি দিয়ে উন্নয়নকাজে শামিল হয়েছেন, তারা মহৎ। তাদের ক্ষতি পুষিয়ে দিতে ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে সরকার।

জমির মালিকদের উদ্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘এটা (ক্ষতিপূরণ) আপনাদের অধিকার।’ ক্ষতিপূরণের টাকা পেতে কোনো হয়রানি হয় কিনা তাও জানতে চান তিনি।

ক্ষতিপূরণের টাকা পেতে কোনো খরচ দিতে হয়নি জানিয়ে ভূমি মালিকরা এই সহযোগিতার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

চেক বিতরণ অনুষ্ঠানে কর বিভাগের (ঢাকা-৩) যুগ্ম কমিশনার হরিপদ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রায়, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ও তারেক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা