মাদারীপুরে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ২১:১৪
অ- অ+
প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনিতে রাতের আঁধারে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগীকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার চরফতে বাহাদুর এলাকার দক্ষিণ চরফতে বাহাদুর গ্রামের এক সন্তানের জননী রাতের খাবার খেয়ে তার শিশু সন্তানকে নিয়ে একা ঘরে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে একই এলাকার জামাল খানের ছেলে ধর্ষিতার চাচাতো ভাই পারভেজ খান তাকে ঘর থেকে বাড়ির পাশের পুকুরপাড় ডেকে নিয়ে যায়। এসময় তাকে সু-কৌশলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে পারভেজ ও তার চার থেকে পাঁচজন বন্ধু মিলে দলবেঁধে ধর্ষণ করে ফেলে রেখে তারা সবাই পালিয়ে যায়।

এদিকে এ বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্যে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্ষিতার বাবা অভিযোগ করে বলেন, ‘খালি বাড়ি থেকে ডেকে নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করেছে পারভেজ ও তার বন্ধুরা। আমি তাদের বিচার চাই।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক পারভেজ খানের এক আত্মীয় এ বিষয়ে বলেন, ‘এই ঘটনা সাজানো। মূলত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ নাটক সাজানো হয়েছে।’

কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/প্রতিনিধি/১৪নভেম্বর/এএইচ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা