শেয়াল থেকে শিশুকে বাঁচাতে গিয়ে আহত ১১

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৯, ১৬:৫৫
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে শেয়ালের আক্রমণ থেকে দুই বছরের এক শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে তার মা-সহ ১১ জনকে আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামে এই ঘটনা ঘটে।

শেয়ালের কামড়ে আহতরা হলেন- উপজেলার বাগবাড়ি গ্রামের গীতা রাণী ও তার মেয়ে বৃষ্টি, রমা রাণী, জয়নব বেগম, লাকী আক্তার, রজনী বেগম, কুলসুম বেগম, হাবিবুর রহমান, নূর-জাহান, মুন্নাফ ও দেলোয়ার হোসেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হেেয়ছে। এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তৌফিক এলাহি। বলেন, ‘উপজেলার বাগবাড়ি এলাকায় গীতা রাণীর দুই বছরের মেয়ে বৃষ্টি বাড়ির উঠানে খেলছিল। এ সময় একটি শেয়াল শিশুটিকে একা পেয়ে আক্রমণ করে। পরে গীতা রাণী তার মেয়েকে উদ্ধারে এগিয়ে এলে শেয়ালটি তার উপরও আক্রমণ করে। এতে মা ও মেয়ে গুরুতর জখম হন। শেয়ালটি পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে জখম করেছে। এতে করে মোট ১১ জন আহত হন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক বলেন, ‘শেয়ালের কামড়ের ভ্যাকসিন সরবরাহ নেই। অনেকে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’

ঢাকাটাইমস/১৫নভেম্বর/প্রতিনিধি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা