শেয়াল থেকে শিশুকে বাঁচাতে গিয়ে আহত ১১

টাঙ্গাইলের ভূঞাপুরে শেয়ালের আক্রমণ থেকে দুই বছরের এক শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে তার মা-সহ ১১ জনকে আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামে এই ঘটনা ঘটে।
শেয়ালের কামড়ে আহতরা হলেন- উপজেলার বাগবাড়ি গ্রামের গীতা রাণী ও তার মেয়ে বৃষ্টি, রমা রাণী, জয়নব বেগম, লাকী আক্তার, রজনী বেগম, কুলসুম বেগম, হাবিবুর রহমান, নূর-জাহান, মুন্নাফ ও দেলোয়ার হোসেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হেেয়ছে। এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তৌফিক এলাহি। বলেন, ‘উপজেলার বাগবাড়ি এলাকায় গীতা রাণীর দুই বছরের মেয়ে বৃষ্টি বাড়ির উঠানে খেলছিল। এ সময় একটি শেয়াল শিশুটিকে একা পেয়ে আক্রমণ করে। পরে গীতা রাণী তার মেয়েকে উদ্ধারে এগিয়ে এলে শেয়ালটি তার উপরও আক্রমণ করে। এতে মা ও মেয়ে গুরুতর জখম হন। শেয়ালটি পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে জখম করেছে। এতে করে মোট ১১ জন আহত হন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক বলেন, ‘শেয়ালের কামড়ের ভ্যাকসিন সরবরাহ নেই। অনেকে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’
ঢাকাটাইমস/১৫নভেম্বর/প্রতিনিধি/এএইচ
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিল মিয়ানমার

শত কোটি টাকা নিয়ে উধাও ‘ইসলামী’ নেতার অডিও বার্তা

চাঁদপুরে লঞ্চের ধাক্কায় নিখোঁজ হকারের লাশ উদ্ধার

জেলা সম্পাদক দাবি করে দোকানিকে আ.লীগ নেতার হুমকি

আবারো জৈন্তাপুর আ.লীগের সাধারণ সম্পাদক লিয়াকত

মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেতে পেতে পরপারে ৪ বীরাঙ্গনা, জীবনসায়াহ্নে ৬

বেঁদের বর্শিতে ধরা পড়ল ২০ কেজির কাতলা

রাঙামাটিতে ‘পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক’ সম্মেলন অনুষ্ঠিত

স্ট্যামফোর্ডের সেই ছাত্রীর লাশ দাফন, শোকে স্তব্ধ স্বজনরা
