অরুণাচলে রাজনাথের সফর, তীব্র প্রতিবাদ চীনের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৯, ১০:২৮
অ- অ+

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। বেইজিং বলেছে, চীন কখনই অরুণাচল প্রদেশকে ভারতীয় ভূখণ্ড বলে মানতে রাজি নয়। কারণ তারা এই অঞ্চলকে দক্ষিণ তিব্বত নামে ডাকে।

বৃহস্পতিবার সাধারণ নাগরিক ও সেনার বন্ধুত্বপূর্ণ সহাবস্থানকে আরও উৎসাহ দিতে অরুণাচল প্রদেশের তাওয়াং সফর করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে সামরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

এরপর শুক্রবার রাজনাথের অরুনাচল সফরের প্রতিবাদ জানিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, ‘অরুণাচল প্রদেশকে কোনোদিনও ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয় চীন। এই অঞ্চলে ভারতীয় নেতাদের কার্যকলাপের চূড়ান্ত বিরোধিতা করে যাবে বেইজিং। এই অঞ্চলে শান্তি রক্ষার লক্ষ্যে ভারতের কোনো উসকানিমূলক পদেক্ষেপ নেয়া উচিত নয়।’

অরুণাচল প্রদেশের সীমান্ত সমস্যা মেটাতে এখন পর্যন্ত চীন ও ভারত ২১ দফা বৈঠক করেছে। এই অঞ্চলে ভারত ও চীনের মধ্যে তিনি হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর আগেও বারবার ভারতীয় রাজনৈতিক নেতাদের অরুণাচল সফর নিয়ে আপত্তি জানিয়েছে চীন। সর্বশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অরুণাচল সফর নিয়েও বেইজিং আপত্তি জানিয়েছে।

ঢাকা টাইমস/১৬নভেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের বাণিজ্য চুক্তি ও শুল্ক স্থগিত ঘোষণায় বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা