দুর্নীতির বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ১৬:৫৮

দুর্নীতির বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান জিরো টলারেন্স-এমন মন্তব্য করে বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক হারুন-অর-রশিদ বলেছেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। কারও বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয় প্রমাণ হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

সোমবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিইডিপির ৮ম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে উপাচার্য এই হুঁশিয়ারি দেন।

হারুন-অর-রশিদ বলেন, ‘দুর্নীতি আজ ক্যান্সারের মতো সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে। জাতির জন্য এটি খুবই উদ্বেগজনক। দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কঠোর অবস্থান গ্রহণ করেছেন, তার প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বাত্মক সমর্থন রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান জিরো টলারেন্স।’

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেনামে পত্রচালাচালি বা ঢালাও অভিযোগ না করে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ তা কর্তৃপক্ষকে সরবরাহ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দানে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। আর বেনামে বা ভিন্ন পন্থায় নানা মহলে অসত্য অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় পরিচালন ব্যবস্থা ও উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত হলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, কোর্স উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক (বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. শান্তনু মজুমদার (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. সেলিম ভুইয়া (ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।

অনুষ্ঠান শেষে সিইডিপির আওতায় বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে ৮ম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১২০ জন শিক্ষকের হাতে সনদ তুলে দেন উপাচার্য হারুন।

(ঢাকা টাইমস/১৮নভেম্বর/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

চবিতে প্লাস্টিকের বিনিময়ে বই সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

নকল করিনি, পাশের জনের খাতা দেখছিলাম: ছাত্রলীগ নেতা

ভ্রাতৃত্বের বন্ধনে উচ্ছ্বাসিত মিলন মেলায় সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা

চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

হাইকোর্টে কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে উত্তাল ঢাবি

চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

৩৬ দিন পর খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বেসরকারি শিক্ষকদের পারস্পরিক বদলিতে সমস্যা নেই: শিক্ষামন্ত্রী

হাইকোর্টের কোটা বহালের রায় প্রত্যাখ্যান করে ঢাবিতে বিক্ষোভ

বন্যাকবলিত অঞ্চলে বন্ধ থাকবে এইচএসসি পরীক্ষা

এই বিভাগের সব খবর

শিরোনাম :