স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ১৭:৫৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তার নাম আবুল কালাম আজাদ।

রবিবার রাতে রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির অর্গানাইজড ক্রাইমের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আবুল কালাম মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তিনি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয় দিতেন। পুলিশে নিয়োগ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার আশ্বাসে তিনি প্রায় বিশ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় প্রতারণার মামলা করেন একজন ভুক্তভোগী।’

শারমিন আরও জানান, রবিবার রাতে সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগের বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমার তত্ত্বাবধানে ডেমরা ইউনিটের সহকারী পুলিশ সুপার ইকবাল হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাইন উদ্দিন খান মিরপুরের শাহআলী থানার উত্তর বিশিল স্বর্ণালি টাওয়ারের পঞ্চম তলায় অভিযান চালানো হয়। এ সময় প্রতারক আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। ওই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।’

গ্রেপ্তার আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিপুল টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/১৮নভেম্বর/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়

মতিঝিলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজারবাগের পুকুরে ডুবে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়ল সিসি ক্যামেরায়

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: মা ও স্ত্রীর পর না ফেরার দেশে লিটনও

এই বিভাগের সব খবর

শিরোনাম :