মেলার পঞ্চম দিনে কর আদায় ১৬৫৮ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ২২:৩০
অ- অ+

সপ্তাহব্যাপী (১৪-২০ নভেম্বর) আয়কর মেলার পঞ্চম দিন ছিল আজ সোমবার। আগের চার দিনের মতো আজও মেলা প্রাঙ্গণ আয়করদাত, সেবাগ্রহিতাসহ সব পর্যায়ের মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল। পাঁচ দিনে সারা দেশে আয়কর আদায় হয়েছে ১ হাজার ৬৫৮ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা। এর মধ্যে পঞ্চম দিনে আয়কর আহরণ হয়েছে ৩১১ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৮৭৪ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী গত পাঁচ দিনে ই-পেমেন্টে ৩২৩১ জন সেবাগ্রহণকারী ২ কোটি ৩৬ লাখ টাকা কর দিয়েছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে মেলা।

আজ সারা দেশের সেবা প্রহণ করেছেন দুই লাখ ৯০ হাজার ৮৩৪ জন। রিটার্ন দাখিল করেছেন এক লাখ ছয় হাজার ২০০ জন। নতুন ইটিআইএন খোলা হয়েছে চার হাজার ৯৬৫টি।

এ বছর দেশের ৮টি বিভাগ, ৫৬টি জেলা এবং ৫৬টি উপজেলায় একযোগে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

পঞ্চম দিন পর্যন্ত সারা দেশের আয়কর মেলায় সেবা গ্রহণ করেছেন ১২ লাখ ৫৯ হাজার ৭৪১ জন। রিটার্ন দাখিল করেছেন চার লাখ ২০ হাজার ৭৬৫ জন। নতুন ইটিআইন খোলা হয়েছে ২১ হাজার ৫০৬ টি।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভ’ঁইয়া সাংবাদিকদের বলেন, আয়কর মেলায় সম্মানিত করদাতাদের উপস্থিতি প্রতিদিনই বাড়ছে। কর প্রদানে মানুষের আগ্রহের পরিমাণও ক্রমাগতভাবে বাড়ছে। উৎসবের আমেজে মানুষ দলে দলে আয়কর মেলায় রিটার্ন জমা দিচ্ছে।

তিনি আরও বলেন, মানুষ এখন কোনো রকম হয়রানি ছাড়াই স্বাচ্ছন্দ্যে আয়কর রিটার্ন জমা দিচ্ছেন।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল
বাংলাদেশ আইসিসি থেকে সুখবর পেল
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা