লবণের দাম বেশি চাইলে ৯৯৯-এ কল করুন: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৯, ২০:১৪| আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১০:১৯
অ- অ+

হঠাৎ লবণের মূল্যবৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ায় মঙ্গলবার সকাল থেকে শত শত কেজি লবণ বিক্রি হচ্ছে রাজধানীর পাড়া-মহল্লার দোকানগুলোতে। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির মূল্য বৃদ্ধি নিয়ে একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে সবাইকে সতর্ক করেছে পুলিশ সদরদপ্তর। প্রয়োজনে ৯৯৯ অথবা নিকটস্থ পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লবণের মূল্য বৃদ্ধি পেয়েছে এমন একটি গুজব ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, দেশে ছয় লাখ টন লবণ মজুদ রয়েছে। যা আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তাই লবণের মূল্যবৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। দেশের সম্মানিত জনসাধারণকে গুজবে কান না দিয়ে ও বিভ্রান্তি না হতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি, দেশের কোথাও লবণের অতিরিক্ত দাম চাওয়া হলে তাৎক্ষণিক জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করে অথবা নিকটস্থ পুলিশকে জানাতে অনুরোধ করা হলো।’

আরও পড়ুন:

মুন্সীগঞ্জে লবণের দাম নিয়ে গুজবে আটক ১৪

অতিরিক্ত দামে লবণ বিক্রি, সারাদেশে জেল-জরিমানা

‘পেঁয়াজ-লবণে’ সরকারবিরোধী ষড়যন্ত্র দেখছে আ.লীগ

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা