খেলার মাঠে মেলা নয়: মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৭:১৮

খেলার মাঠ দখল করে কোনো ধরনের মেলার আয়োজন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার গুলশান নগর ভবনে আয়োজিত কিশোর-কিশোরীদের সঙ্গে এক সংলাপে তিনি একথা জানান।

ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় ‘শিশুবান্ধব শহর’ শিরোনামে এ সংলাপের আয়োজন করা হয়।

রাজধানীর বিভিন্ন খেলার মাঠ দখল করে দীর্ঘদিন ধরে মেলার নামে সাপ্তাহিক হাট করে আসছিলেন একদল ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এর অনুমতি দিতেন স্থানীয় রাজনৈতিক নেতা এবং প্রভাবশালীরা। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মেয়র আতিকুল।

মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের কোনো মাঠে কোনো ধরনের মেলা হবে না। আমরা এর অনুমতি দেব না। এগুলো তোমরা (শিশু-কিশোর) ব্যবহার করবে। যদি কোথাও কেউ সমস্যা করে, তোমাদের খেলতে না দেয়, তাহলে ৩৩৩ এর কল করে বলবে, আমার খেলার মাঠে আমাকে খেলতে দেওয়া হচ্ছে না। আমরা দ্রুত ব্যবস্থা নেব।’

নারী ও শিশু বান্ধব খেলার মাঠ তৈরির বিষয়ে মেয়র বলেন, ‘আমরা ২৪টি খেলার মাঠ ও পার্কের সংস্কার ও উন্নয়ন করছি যার ১৭টিতেই সিসি টিভি ক্যামেরা এবং এলইডি লাইট থাকবে। বনানী ১৮ এর মাঠে শুধু নারী ও শিশুরা খেলবে। বাকিগুলোতে ও একটি নির্দিষ্ট সময়ে বা একটি নির্দিষ্ট জায়গা কিশোরীদের জন্য আলাদা করে দেওয়া যায় কি না আমরা দেখবো।’

সংলাপে ডিএনসিসির আওতাধীন বিভিন্ন অঞ্চল থেকে শিশু-কিশোর বিশেষ করে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীরা অংশ নেয়। এ সময় কিশোর-কিশোরীরা পরিবেশ দূষণ, শিশুশ্রম, খেলার মাঠ, নিরাপত্তাহীনতা, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি, বস্তির আবাসন ইত্যাদি বিষয়ের সমস্যা সমাধানে মেয়রের কাছে দাবি তুলে ধরেন।

দাবি পূরণের আশ্বাস দিয়ে মেয়র বলেন, ‘তোমাদের সাহস করে কথা বলতে হবে। তোমাদের অধিকার তোমাদেরকেই আদায় করে নিতে হবে। আজকে যে দাবিগুলো তোমরা উপস্থাপন করলে সেগুলো আমরা বিভিন্ন মেয়াদে সমাধান করবো।’

ফার্মেসিতে নারী কর্মী রাখা দাবির প্রেক্ষিতে মেয়র বলেন, ‘যেসব ফার্মেসিতে শতভাগ নারীকর্মী থাকবেন তাদের থেকে কোনো ধরনের কর নেবে না সিটি করপোরেশন।’

সংলাপে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি, নির্বাহী কর্মকর্তা সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন,প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ,প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মঞ্জুর আহমেদ, ইউনিসেফের নগর বিশেষজ্ঞ শামীমা সিদ্দিকী প্রমুখ।

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :