ফরিদপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৯:৩২

ফরিদপুর সদর উপজেলায় ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ভুট্টা বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক অতুল সরকার। তিনি বলেন, ‘এক সময় দেশে খাদ্য ঘাটতি ছিল। সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক ভাইদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করছেন। সারের মূল্য এখন কৃষকদের হাতের নাগালেই রয়েছে। এখন আর লাইনে দাঁড়িয়ে তাদের সার নিতে হয় না, জীবনও দিতে হয় না। কৃষকদের যাতে কোন প্রকার কষ্ট ভোগ করতে না হয়, তারা যাতে অনাহারে-অর্ধাহারে না থাকে, আপনাদের সন্তানেরা যেন অবহেলিত না থাকে, লেখাপড়ায় যেন পিছিয়ে না পড়ে- সে জন্যই সরকারের এ উদ্যোগ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব রুহুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্যা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী প্রমুখ।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :