বিপিএল দিয়ে জাতীয় দলে ফিরতে চান তাসকিন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:২৪
অ- অ+

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত বোলিং করে সম্পূর্ণ ফিট প্রমাণ দিয়েছেন তাসকিন আহমেদ। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলবেন এই পেসার। বৃহস্পতিবার দুপুরে অনুশীলনের ফাঁকে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। জানিয়েছেন জনপ্রিয় এই ক্রিকেট লিগের মাধ্যমেই জাতীয় দলে জায়গা করে নিতে চান তিনি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাসকিন বলেন, ‘চেষ্টা করবো সুস্থ থাকার, চেষ্টা করছিও যেভাবে ফিট থাকা যায়। লক্ষ্যই এখন সামনের বিপিএল ভালো খেলা। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ভালো খেলার। ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে খেলার সুযোগ পাই এটাই আমার লক্ষ্য।’

তাসকিনের মূল শক্তিই হচ্ছে গতি। যদিও তার মতে ছোট ফরম্যাটের ক্রিকেটে শুধু গতি দিয়েই ভালো ফল পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘আসলে গতিতো আছেই সেই সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে সব বলই জোরে করা যাবে না। ভ্যারিয়েশনটা গুরুত্বপূর্ণ। চেষ্টা করবো পরিস্থিতি বুঝে দলের চাহিদা পূরণ করার।’

বিপিএলের সব শেষ আসরে মাত্র ১২ ম্যাচে ২২ উইকেট তুলে নিয়েছিলেন ডান-হাতি এই পেসার। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়। শেষ পর্যন্ত দ্বিতীয় সেরা বোলার হয়েছিলেন তাসকিন। এবারের টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যাশা ধারাবাহিক হওয়া।

নিজের প্রথম বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে মাত্র ৪ ম্যাচে ৮ উইকেট তুলেছিলেন। এই টুর্নামেন্ট থেকেই নজর কেড়েছিলেন তাসকিন।

(ঢাকাটাইমস/০৬ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা