কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ২২:৫৭
অ- অ+

কুমিল্লার লালমাইয়ে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার ও এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার নিচিন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের লাশ তাদের স্বজনরা ঘটনাস্থল থেকে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। আর আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. জিয়াউল হক জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লালমাই উপজেলার হরিশ্চর বাজারের উত্তর পাশে নিচিন্তপুর এলাকায় কুমিল্লাগামী উপকূল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে হয়। এতে ঘটনাস্থলেই ওই বাসের হেলপার এবং এক শিশু নিহত হয়। এছাড়া আহত হয় ১০জন। এই দুর্ঘটনার পর পরই স্বজনরা নিহতদের লাশ ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে। আর আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

ঢাকাটাইমস/১০ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা